odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 31st January 2026, ৩১st January ২০২৬
পাঁচ সেটের মহাকাব্য দেখলো বিশ্ব, অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে মুখোমুখি জকোভিচ–আলকারাজ

রুদ্ধশ্বাস সেমিফাইনাল শেষে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল নিশ্চিত জকোভিচ–আলকারাজ

Special Correspondent | প্রকাশিত: ৩১ January ২০২৬ ০০:৪৫

Special Correspondent
প্রকাশিত: ৩১ January ২০২৬ ০০:৪৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

অস্ট্রেলিয়ান ওপেনের ২০২৬ আসরে পুরুষ এককের সেমিফাইনালে আজ এক অবিশ্বাস্য রাত দেখল মেলবোর্ন। দুই টেনিস মহাতারকা নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ উভয়ই পাঁচ সেটের মহাকাব্যিক লড়াই জিতে ফাইনালে পা রেখেছেন। আগামী রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন টেনিসের এই দুই প্রজন্মের সেরা প্রতিনিধি।

জোকোভিচের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

রুদ্ধশ্বাস পাঁচ সেটের দুটি মহাকাব্যিক সেমিফাইনাল জয়ের পর অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন নোভাক জকোভিচ ও কার্লোস আলকারাজ। টেনিস ইতিহাসের এক স্মরণীয় দিনের সাক্ষী থাকল মেলবোর্ন পার্ক। ৩৮ বছর বয়সী সার্বিয়ান কিংবদন্তি নোভাক জকোভিচ রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ইতালির দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জানিক সিনারকে হারিয়েছেন ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ সেটে। চার ঘণ্টা নয় মিনিটের এই ম্যাচে অসাধারণ মানসিক দৃঢ়তা দেখান জকোভিচ বিশেষ করে পঞ্চম সেটে আটটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে। এই জয়ের মাধ্যমে পেশাদার যুগে সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ওঠার রেকর্ড গড়লেন জকোভিচ। ১০ বার মেলবোর্ন জয়ী এই তারকার জন্য এটি উইম্বলডন ২০২৪-এর পর প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল আর শিরোপা জিতলে হবে ২০২৩ ইউএস ওপেনের পর প্রথম মেজর ট্রফি।

আলকারাজের লড়াকু জয়

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জার্মানির আলেক্সান্ডার জভেরেভকে হারান স্পেনের বিশ্ব নম্বর ওয়ান কার্লোস আলকারাজ। পাঁচ ঘণ্টা ২৭ মিনিটের ম্যারাথন ম্যাচে আলকারাজ জিতেছেন ৬-৪, ৭-৬ (৭-৫), ৬-৭ (৩-৭), ৬-৭ (৪-৭), ৭-৫ সেটে। ম্যাচের মাঝপথে শারীরিক সমস্যায় পড়েও হার মানেননি ২২ বছর বয়সী আলকারাজ। পঞ্চম সেটে ম্যাচ হারার দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে তিনি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে জায়গা করে নেন। এই জয়ের ফলে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম সম্পূর্ণ করার পথে আরেক ধাপ এগোলেন তিনি।

এক নজরে ফাইনালের সূচি:

নারী একক ফাইনাল: আরিনা সাবালেঙ্কা বনাম এলিনা রিবাকিনা (শনিবার, ৩১ জানুয়ারি)।

পুরুষ একক ফাইনাল: নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ (রবিবার, ১ ফেব্রুয়ারি)।

রোববারের ফাইনালে জোকোভিচ জয়ী হলে তিনি ইতিহাসের সবচেয়ে বয়স্ক অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী হবেন আর আলকারাজ জিতলে গড়বেন নতুন ইতিহাস। ফাইনালে জকোভিচের সামনে ইতিহাস গড়ার সুযোগ আর আলকারাজের সামনে টেনিস ইতিহাসের কনিষ্ঠ ক্যারিয়ার গ্র্যান্ড স্লামজয়ী হওয়ার সম্ভাবনা। দুই প্রজন্মের এই লড়াই রবিবার মেলবোর্নে টেনিসপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক ঐতিহাসিক মুহূর্ত নিয়ে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: