-2023-04-07-12-34-15.jpg)
১৩৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হন লিটন দাস। দলীয় ৩২ রানে প্রথম উইকেটের পতন হয়।তিনে নামানো হয় শান্তকে। প্রথম ইনিংসে ‘গোল্ডেন ডাক’ মারা শান্ত ৪ রানের বেশি করতে পারেননি।৪৩ রানে ২ উইকেট পতনের পর উইকেটে আসেন মুশফিক। বাউন্ডারি মেরে তিনি রানের খাতা খোলেন। ৫৫ বলে ৫০ রান আসে বাংলাদেশের। মধ্যাহ্নবিরতির আগে টাইগাররা তোলে ২ উইকেটে ৯২ রান।
আয়ারল্যান্ডের দেওয়া ছোটখাট টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইতোমধ্যেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন দাসের আউটটা দুর্ভাগ্যজনক হলেও নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ক্যাচ দিয়ে। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। তামিম ইকবাল ২৪* আর মুশফিক ২৯* রানে অপরাজিত আছেন। জয়ের জন্য তাদের আরও ৪৯ রান প্রয়োজন।
আপনার মূল্যবান মতামত দিন: