-2023-04-07-19-34-17.jpg)
বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বিজয়ী হয়েছেন। এবার দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়েছেন তিনি।
তাকরিমের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি লিখেছেন বেদনার্ত বাংলাদেশের জন্য এক বিশাল আনন্দের পরশ! আবারও লাল সবুজের বিশ্ববিজয়।তিনি লিখেছেন, দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে সালেহ আহমদ তাকরিম। মাশাআল্লাহ! তাবারাকাল্লাহ! কুরআনের মাসে এ বিজয় ছিনিয়ে আনার জন্য তোমায় আন্তরিক অভিনন্দন। এ বিজয় লক্ষ কিশোর তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: