-2023-04-07-22-40-40.jpg)
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে সাবেক পর্ন তারকাকে গোপনে অর্থ দেওয়ার অভিযোগে মামলা চলছে, সেই স্টর্মি ড্যানিয়েলস এবার বলছেন, মামলায় দোষী সাব্যস্ত হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেল হওয়া ‘উচিত হবে না’।
তিনি বলেন, 'আমার বিরুদ্ধে তার যে অপরাধ, সেটির শাস্তি কারাদণ্ডযোগ্য বলে আমি মনে করি না। আমি অন্য যে বিষয়টি ভাবছি তা হল, তিনি আসলেই সেই অপরাধ করেছেন।'
৪৪ বছর বয়সী স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ট্রাম্প ও তার মধ্যে যৌন সম্পর্ক হয়েছিল এবং ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে চুপ থাকতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী। ওই অভিযোগে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন ট্রাম্প।
আপনার মূল্যবান মতামত দিন: