-2023-04-07-22-57-15.jpg)
জাপানের ১০ জন আরোহীসহ একটি সামরিক হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়েছে। তাদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে।
হেলিকপ্টারটি বৃহস্পতিবার জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওকিনাওয়া দ্বীপের কাছে মিয়াকোজিমায় জাপান সাগরে ভেঙে পড়ে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনারেল ইয়াসুনোরি মরিশিতা জানান হেলিকপ্টারটি প্রধানত সেনা পরিবহনে ব্যবহার হয় ।
আপনার মূল্যবান মতামত দিন: