ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

প্রতিপক্ষ খেলোয়াড়কে পেটালেন রিয়াল তারকা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩ ২০:১৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৩ ২০:১৪

শনিবার রাতে লা লিগার ম্যাচে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে হারের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নরা ভিয়ারিয়ালের কাছে হেরেছে ৩-২ গোলে। তবে ম্যাচ হারের পর এর চেয়েও বড় বিতর্কের জন্ম দিয়েছেন রিয়ালের মিডফিল্ডার ফেদেরিখো ভালভার্দে। ম্যাচ শেষে সান্তিয়াগো বার্নাব্যুর পার্কিং লটে ভিয়ারিয়ালের অ্যালেক্স বায়েনাকে ঘুষি মেরেছে এই উরুগুইয়ান।

স্প্যানিশ সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই ঘটনার সূত্রপাত গত জানুয়ারিয়াতে ভিয়ারিয়াল এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার কোপা দেল রে'র ম্যাচে। সে সময় ভালভার্দের বান্ধবী গর্ভপাত হয় বলে সংবাদ আসে। আর তা নিয়ে বাজে কথা বলেন বায়েনা।

বায়েনা ভালভার্দেকে উদ্দেশ্য বায়েনা বলেছিলেন, ‘এখন কান্না করো। কারণ তোমার ছেলে আর জন্মাবে না। সে সময় ভালভার্দে বায়েনাকে এ ব্যাপারে কথা বলতে নিষেধ করেছিলেন। তবে তখন কথা না শুনে বারবারই এই কথা বলতে থাকেন। এবং লা লিগার ম্যাচে বার্নাব্যুতে এসেও একই ধরনের মন্তব্য করেন বায়েনা। মাঠের ভেতর ভালভার্দে তেমন প্রতিক্রিয়া না দেখালেও এবার আর ছেড়ে দেননি তিনি। ম্যাচ শেষে পার্কিং লটে বায়েনাকে আক্রমণ করেন ভালভার্দে। আর বলেন, ‘এবার বল আমাকে মাঠে আমার সন্তানকে নিয়ে কি বলছিলি!’ আর সে সময়ই তার মুখে ঘুষি মারতে থাকেন ভালভার্দে।



আপনার মূল্যবান মতামত দিন: