odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th December 2025, ২৬th December ২০২৫

থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে চার জন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ April ২০২৩ ২০:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ April ২০২৩ ২০:৪৫

দক্ষিণ থাইল্যান্ডে বন্দুকধারীর গুলিতে চার জনের মৃত্যুর হয়েছে।    গুলির ঘটনা ঘটেছে কেন তা স্পষ্ট নয়।

এই ঘটনাটি ঘটেছে শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে দেশটির রাজধানী ব্যাঙ্কক থেকে ৬০০ কিলোমিটার দূরের খিরি রাত নিখোম জেলার সুরাট থানি প্রদেশে । 

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গুলির ঘটনাটি ঘটেছে প্রাক্তন গ্রাম প্রধানের বাড়ির কাছে। কিন্তু কী কারণে গুলি চলল তা এখনও জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, থাইল্যন্ডে বন্দুকের মালিকানা পাওয়া বেশ সহজ। সেই কারণেই ইদানীং গুলির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। গত এক বছরে এই বৃদ্ধি রীতিমতো চোখে পড়ার মতো। গত বছর অক্টোবরে এক প্রাক্তন পুলিশ সদস্য নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে ৩৬ জনকে হত্যা করেন। তার মধ্যে ২৪ জন শিশু।


আপনার মূল্যবান মতামত দিন: