odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th December 2025, ২৬th December ২০২৫

মাহমুদউল্লাহর বিষয় এরিয়ে গেলেন প্রধান নির্বাচক নান্নু

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১০ April ২০২৩ ১৯:৫৯

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১০ April ২০২৩ ১৯:৫৯

আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে নতুন মুখ বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। 

ইনজুরির কারণে বাদ পড়েছেন দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ। দলে ফেরানো হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে। তবে বাদ পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও তারকা ব্যাটসম্যান আফিফ হোসেন।

ঘরের মাঠে সর্বশেষ ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজে ঠাঁই হয়নি মাহমুদউল্লাহর। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে।

সংগত কারণেই প্রশ্ন উঠছে, এর মাধ্যমে কি মাহমুদউল্লাহকে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বার্তা দিল বিসিবি? এ বিষয়েই প্রশ্ন করা হয়েছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে।

রোববার মিরপুর শেরেবাংলায় আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নান্নু। কিন্তু তাকে মাহমুদউল্লাহর বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করতে গেলেই কোনো জবাব না দিয়ে চলে যান ! 

 



আপনার মূল্যবান মতামত দিন: