odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

শাকপাতা কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন নাজমা বেগম

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩ ০৩:২৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩ ০৩:২৬

কৌশিক মন্ডল আকাশ:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন ফসলি জমিতে শাকপাতা কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন ঢাকার নাজমা বেগম। প্রতিদিন সকাল ৮টায়  শাকপাতা কুড়াতে চলে আসেন সিরাজদিখান উপজেলার  লতব্দী  ইউনিয়নে,এই ইউনিয়নে ফসলী জমি বেশি থাকায় বিভিন্ন প্রকারের শাকপাতা ব্যাপক আকারে জন্মে থাকে তাই ঢাকা থেকে প্রতিদিন নাজমা বেগম শাক পাতা কুড়াতে চলে আসেন লতব্দী ইউনিয়নে, সকাল থেকে শুরু হয় শাকপাতা তোলার কাজ দুপুর গড়িয়ে বিকেল গড়ালে কয়েকটি বস্তায় শাকপাতা নিয়ে  চলে যান ঢাকাতে সেখানে  নাজমা বেগমের স্বামী কবির আলী ঢাকার বিভিন্ন বাজারে ফুটপাতে বসে এইসব শাক পাতা বিক্রি  করেন।

নাজমা বেগম বলেন প্রতিদিন ৫০ কেজির  কয়েক বস্তা শাকপাতা তিনি তুলতে পারেন  এসব শাকপাতা ঢাকার বাজারে প্রচুর চাহিদা থাকায় দাম ও ভালো পান তিনি,তার স্বামী  প্রতিদিন ১০০০ টাকা থেকে ১২০০ টাকার শাকপাতা বিক্রি করতে পারেন এ দিয়ে তাদের সংসারের খরচ স্বাচ্ছন্দে কেটে যায়।



আপনার মূল্যবান মতামত দিন: