
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা।
আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী ভবনের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও সংসদ সদস্য ফজলে নূর তাপস বলেন, গত পরশু দিন প্রধান বিচারপতি তাঁর এজলাসে বসা অবস্থায় প্রধানমন্ত্রীকে চোখ রাঙানির মাধ্যমে এ বক্তব্য দিয়েছেন যে,পাকিস্তানের মতো প্রধানমন্ত্রীকে নাকি তিনি পদ থেকে সরিয়ে দিতে পারেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি তাঁর শপথ ভঙ্গ করেছেন।
তাপস বলেন ‘প্রধান বিচারপতি এজলাসে বসে প্রধানমন্ত্রীকে এ রকম হুমকি দেওয়া নজিরবিহীন। এটা শপথ ভঙ্গের শামিল। সুতরাং আগামী ২৪ তারিখের মধ্যে এই রায়ের প্রাসঙ্গিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক বক্তব্য প্রত্যাহারসহ সম্পূর্ণ রায় বাতিল করে অচিরেই তিনি পদত্যাগ করবেন। অন্যথায় আগামী অক্টোবর থেকে এক দফা আন্দোলনের মাধ্যমে তাঁকে অপসারণ করার আন্দোলন কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।’
আপনার মূল্যবান মতামত দিন: