odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 29th December 2025, ২৯th December ২০২৫
জামায়াত–এনসিপি–এলডিপির পর এবি পার্টির অন্তর্ভুক্তি, ফেনী-২সহ তিন আসন নিয়ে সমঝোতার আলোচনা

জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতায় যোগ দিল এবি পার্টি, জোট বেড়ে ১১ দলে

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২৫ ১৮:৫৩

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২৫ ১৮:৫৩

🖊️ বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী আসন সমঝোতায় এবার যুক্ত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এর ফলে এই রাজনৈতিক সমঝোতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১টিতে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

তিনি জানান, জামায়াতের সঙ্গে তাঁদের নির্বাচনী সমঝোতা রয়েছে এবং আসনভিত্তিক আলোচনা এখনো চলমান রয়েছে।

এর আগে রোববার জামায়াতের নেতৃত্বাধীন আট দলের এই সমঝোতায় যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কর্নেল (অব.) অলি আহমদ–এর নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)

৭০ আসনে মনোনয়ন জমা এবি পার্টির

এবি পার্টি সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলটি মোট ৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে—

  • মজিবুর রহমান মঞ্জু – ফেনী-২
  • আসাদুজ্জামান ফুয়াদ – বরিশাল-৩
  • মেজর (অব.) আবদুল ওহাব মিনার – পটুয়াখালী-১
  • যোবায়ের আহমেদ ভূঁইয়া – কুমিল্লা-৫
  • সানী আবদুল হক – দিনাজপুর-৬
  • নাসরিন সুলতানা মিলি – ঢাকা-১০

রাজনৈতিক সূত্রগুলো বলছে, ফেনী-২, বরিশাল-৩ ও পটুয়াখালী-১ আসন তিনটি এবি পার্টিকে ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

 জামায়াত প্রার্থীদের সরে দাঁড়ানোর ইঙ্গিত

ফেনী-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া এবং বরিশাল-৩ আসনে মহানগর আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর সময়সীমা শেষ হলেও মনোনয়নপত্র জমা দেননি।

অন্যদিকে পটুয়াখালী-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নাজমুল আহসান মনোনয়ন জমা দিলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে—এই আসনেও প্রার্থী সরে দাঁড়াতে পারেন।

আরও একটি দল যুক্ত হওয়ার আভাস

এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম জানিয়েছেন, ১০ দলের সঙ্গে আরও একটি দল শিগগিরই নির্বাচনী সমঝোতায় যুক্ত হচ্ছে। খুব দ্রুতই সেই দলের নাম প্রকাশ করা হবে।

তিনি জানান, সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১৩ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক–কে ছেড়ে দেওয়া হয়েছে। ১১ দলের চূড়ান্ত আসনবিন্যাসও শিগগিরই ঘোষণা করা হবে।


 

🔴 জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতায় যোগ দিল এবি পার্টি, জোট বেড়ে ১১ দলে

#এবি_পার্টি #জামায়াত #নির্বাচনী_সমঝোতা #ত্রয়োদশ_সংসদ_নির্বাচন #বাংলাদেশ_রাজনীতি #odhikarpatra



আপনার মূল্যবান মতামত দিন: