
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাবেক উইকেটকিপার-ব্যাটার কামরান আকমল। তিনি বলেছেন, চার বছর অধিনায়কত্ব করার পরও কীভাবে দলকে নেতৃত্ব দিতে হয়, তা শেখেনি বাবর আজম। পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়, সেই দক্ষতা এখনো অর্জন করেনি অধিনায়ক।
কামরান বলেন, ক্রিজে দুই ব্যাটসম্যানই যখন বাঁহাতি, তখন ইফতিখার আহমেদকে বোলিংয়ে আনাই হতো যৌক্তিক। কিন্তু আমরা দেখলাম, লেগ স্পিনার শাদাব খানকে বোলিংয়ে আনা হলো এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তাকে তুলাধোনা করে ছাড়ল। অথচ উচিত ছিল শাদাবকে বিশ্রাম দিয়ে আরেকজন অলরাউন্ডারকে দলে এনে নিজেকে মেলে ধরার সুযোগ করে দেওয়া। কিন্তু বাবর তা করেনি।
তাই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ড্রর পর নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে কাঠগড়ায় দাঁড় করান কামরান।
খবর ক্রিকেট পাকিস্তানের
আপনার মূল্যবান মতামত দিন: