ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মুশফিককে ছাড়িয়ে গেলেন কোহলি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩ ২৩:২৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩ ২৩:২৬

২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাল্লা দিয়ে রান করছেন বিরাট কোহলি। পাল্লা দিয়ে রান করার সঙ্গে রেকর্ডও গড়ছেন কোহলি। 

গত পরশু বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। কলকাতার বিপক্ষে ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন কোহলি, এবারের আইপিএলে যা এই ভারতীয় ব্যাটারের পঞ্চম ফিফটি। তাতে প্রথম ক্রিকেটার হিসেবে কোনো নির্দিষ্ট ভেন্যুতে টি-টোয়েন্টিতে ৩০০০ রানের রেকর্ড গড়লেন কোহলি।

চিন্নস্বামীতে ৯৫ ম্যাচ খেলে ভারতীয় এই ব্যাটার করেছেন ৩০১৫ রান, টি-টোয়েন্টিতে নির্দিষ্ট কোনো ভেন্যুতে যা সর্বোচ্চ রানের রেকর্ড। এই রেকর্ডে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। মিরপুরে টি-টোয়েন্টিতে ২৯৮৯ রান করেছেন মুশফিক।



আপনার মূল্যবান মতামত দিন: