ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩ ০০:০১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩ ০০:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শনিবার শুরু হচ্ছে। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম।

নাম পরিবর্তন করে এবারের শিক্ষাবর্ষ থেকে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার নামে পুনর্গঠিত ৪টি ইউনিটে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৫০০ জন শিক্ষার্থী কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা এই চার ইউনিটে আবেদন করেছে। চারুকলাতে ৭ হাজার ৮৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। যার পরীক্ষা শনিবার সকালে শুরু হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: