odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

চট্টগ্রামে টায়ারের গোডাউনে ভয়াবহ আগুন

আহমেদ তপু | প্রকাশিত: ৩০ April ২০২৩ ০০:৫৩

আহমেদ তপু
প্রকাশিত: ৩০ April ২০২৩ ০০:৫৩

চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট এলাকার রেললাইনের পাশে একটি টায়ারের গোডাউনে আগুন লেগেছে। আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দেওয়ানহাটে একটি টায়ারের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টশন থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয় জনতা আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন।

এদিকে রেললাইনের পাশে ওই গোডাউনে আগুন লাগায় সারা দেশের সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: