ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

শামির গ্রেফতার দাবিতে সুপ্রিম কোর্টে স্ত্রী হাসিন জাহান

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৩ ২১:১৯

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৩ মে ২০২৩ ২১:১৯

ভারতীয় ক্রিকেট দলের সাবেক পেসার মোহাম্মদ শামির গ্রেফতার দাবিতে এবার সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন তার স্ত্রী হাসিন জাহান।

কলকাতার হাইকোর্ট শামির বিরুদ্ধে গ্রেফতারের আবেদন স্থগিত করলে মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেন হাসিন।

ভারতীয় এই ক্রিকেটারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর টানাপোড়েন চলছে। যেটি তার ক্রিকেট ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করছে। হাসিনের অভিযোগ, ভারতীয় দলের সঙ্গে বিভিন্ন সফরে থাকাকালে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শামি। সাবেক স্বামীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার পাশাপাশি ধর্ষণের অভিযোগ আনেন হাসিন।

তারকা এই পেসার বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন। এই মুহূর্তে তিনি খেলছেন গুজরাট টাইটান্স দলের হয়ে।



আপনার মূল্যবান মতামত দিন: