ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

মুম্বাই ইন্ডিয়ান্সের দাপুটে জয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৪ May ২০২৩ ০৫:৫১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৪ May ২০২৩ ০৫:৫১

পর পর জয় মুম্বই ইন্ডিয়ান্সের। মোহালির মাঠে সব থেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ল তারা। পঞ্জাব কিংসের ২১৪ রান তাড়া করে জিতলেন রোহিত শর্মারা। ৭ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নিল মুম্বই। ঈশান কিশন এবং সূর্যকুমার যাদবের ব্যাটে জয় পেল তারা।

২১৫ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে মুম্বই তৃতীয় বলেই রোহিতকে হারায়। কোনও রান না করেই সাজঘরে ফেরেন অধিনায়ক। দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঈশান কিশন। তিনি এবং ক্যামেরন গ্রিন দ্রুত রান তুলতে থাকেন। ১৮ বলে ২৩ রান করে গ্রিন আউট হলেও ঈশান ক্রিজ ছাড়েননি। সঙ্গী হিসাবে তাঁর সঙ্গে যোগ দেন সূর্যকুমার যাদব। তাঁরা ১১৬ রানের জুটি গড়েন। ম্যাচ মুম্বইয়ের হাতের মুঠোয় এনে দেন ঈশান এবং সূর্য।

সূর্য এবং ঈশান আউট হলে নামেন টিম ডেভিড এবং তিলক বর্ম। ৭ বল বাকি থাকতেই তারা দলকে জয়ের বন্দরে পৌঁছে নিয়ে যায়। 



আপনার মূল্যবান মতামত দিন: