ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় 'রোনালদো'

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৩ ১৯:১৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৪ মে ২০২৩ ১৯:১৭

বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফোর্বস। যেখানে অন্য সব খেলাকে টেক্কা দিয়ে এ তালিকার শীর্ষ তিনে রাজত্ব ফুটবলারদের। যেখানে সেরাদের সেরা অবস্থানে ক্রিস্টিয়ানো রোনালদো।শুধু রোনালদো নয়, শীর্ষ তিনে রাজ করছেন সময়ের ফুটবলের সবচেয়ে আলোচিত নাম লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

মূলত ফোর্বসের ওই তালিকায় ২০২২ সালের ১ মে থেকে এ বছরের ১ মে পর্যন্ত খেলোয়াড়দের আয়ের হিসাবে করেছে ফোর্বস। যার মাঝে প্রাইজমানি, বেতন, বোনাসের পাশাপাশি স্পনসর চুক্তি, নিবন্ধনভুক্ত আয়, হাজিরা ফি ও ব্যক্তিগত ব্যবসার থেকে উপার্জিত আয়ও দেখানো হয়েছে।

যদিও রোনালদোকে শীর্ষে এনে দিয়েছে তার ক্লাব আল নাসের। যেখানে তার বার্ষিক বেতন সাত কোটি ৫০ লাখ ডলার। আর মাঠের বাহিরে থেকে আসা উপার্জনসহ রোনালদোর গত এক বছরে আয় দাঁড়িয়েছে ১৩ কোটি ৬০ লাখ ডলার। যা তাকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ের স্বীকৃতি এনে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: