odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 10th January 2026, ১০th January ২০২৬

প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তান

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৬ May ২০২৩ ১৫:৩৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৬ May ২০২৩ ১৫:৩৪

চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। এই জয়ে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাবরের দল। সঙ্গে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে পাকিস্তান। 

৩৩৪ রানের জবাবে নিউজিল্যান্ডের টপ অর্ডারের কারও বড় ইনিংস খেলার প্রয়োজন ছিল। যে কাজটা তারা করতে পারেনি।

এদিন ওয়ানডেতে  দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর। বাবরই প্রথম ব্যাটসম্যান যিনি ১০০ ইনিংস খেলার আগেই স্পর্শ করেছেন পাঁচ হাজার রান। বাবরের লেগেছে মাত্র ৯৭ ইনিংস। পাকিস্তান অধিনায়ক ভেঙেছেন প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড। পাঁচ হাজার রান করতে আমলার লেগেছিল ১০১ ইনিংস। পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে ভিভ রিচার্ডস ও বিরাট কোহলির দুজনেরই লেগেছে ১১৪ ইনিংস। 

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের প্রয়োজন হয়েছে আরও এক ইনিংস বেশি। ওয়ানডেতে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি এখন বাবরের। এই সংস্করণে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি সাঈদ আনোয়ারের (২০)।



আপনার মূল্যবান মতামত দিন: