ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

দলের সাথে যোগ দিলেন সাকিব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৩ ১৭:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ মে ২০২৩ ১৭:৩৬

দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। দলের শেষ সদস্য হিসেবে ইংল্যান্ডে পৌঁছেছেন তিনি। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে আসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দিন চারেক আগেই ইংল্যান্ডে পৌঁছে গেছে বাংলাদেশ দল। ইতোমধ্যে পুরোদমে অনুশীলনও শুরু করে দিয়েছে তামিম বাহিনী। যেখানে আছেন সবাই, কিন্তু দেখা মেলেনি সাকিব আল হাসানের। কখন সাকিবকে দেখা যাবে দলে সাথে? এমন প্রশ্ন তাই ঘুরপাঁক খাচ্ছিলো সবার মনে।

অবশেষে অপেক্ষা ফুরিয়েছে, সাকিব আল হাসান দলের সাথে যোগ দিয়েছেন। দল যখন প্রস্তুতি ম্যাচ খেলার অপেক্ষায় মেঘলা আকাশ দেখে আর বৃষ্টি বিলাস করেই সময় পাড় করছিল, তখন সাকিব পৌঁছান টিম হোটেলে। 



আপনার মূল্যবান মতামত দিন: