ঢাকা | Tuesday, 14th October 2025, ১৪th October ২০২৫

সেলফি তোলার পর টাকা চাইলেন ভারতীয় অভিনেত্রী উরফি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ May ২০২৩ ২১:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ May ২০২৩ ২১:৫৯

চর্চার শেষ নেই যেনো! তিনি ভারতের  টিভি অভিনেত্রী উরফি জাভেদ। কেবল  উদ্ভট কর্মকাণ্ড আর উদ্ভট পোশাকের কারণে আলোচনায় থাকেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উরফির একটি ভিডিও ভাইরাল  হয়েছে। তাতে দেখা যায়, বিমানবন্দরে ঢুকছেন উরফি। তার পরনে হলুদ কুর্তি। চুলগুলো খোপা করা। উরফিকে দেখে বিমানবন্দরে থাকা সকলেই হকচকিয়ে যান। মুহূর্তের মধ্যে অভিনেত্রীকে ঘিরে ধরেন অনেকেই। সেলফি তোলার আবদার করে বসেন তারা। বেশ কয়েকজনের সঙ্গে পোজ দেন উরফি।

তবে শেষ মুহূর্তে উরফি বলেন, যারা সেলফি তুলছেন তারা পয়সা বের করুন। মজার ছলে এ কথা বলতে বলতে হেঁটে বিমানবন্দরে প্রবেশ করেন উরফি। তার এ মুহূর্তের ভিডিওটি এখন অন্তর্জালে ভাইরাল।



আপনার মূল্যবান মতামত দিন: