odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th December 2025, ২৬th December ২০২৫

মেসিহীন পিএসজির অসাধারণ জয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৮ May ২০২৩ ১৮:২৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৮ May ২০২৩ ১৮:২৭

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে দারুণ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। রবিবার রাতে ট্রয়েসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। মেসিহীন ম্যাচে এই জয়ের ফলে লিগ ওয়ানের শীর্ষস্থান আরো মজবুত করল দলটি।

ট্রয়েসের মাঠে মেসি-নেইমারের মতো বড় দুই তারকা ছিলেন না। নেইমার তো চোটের কারণে আগে থেকেই নেই। আর ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে গিয়ে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন মেসি। ট্রয়েসের বিপক্ষে ম্যাচে অবশ্য মেসি-নেইমারদের অভাব টের পায়নি পিএসজি। ম্যাচের অষ্টম মিনিটেই কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি তারা। 

 



আপনার মূল্যবান মতামত দিন: