odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

পাকিস্তানের দুই দিনের রাজত্ব শেষ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৮ May ২০২৩ ১৮:৪৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৮ May ২০২৩ ১৮:৪৪

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম চার ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। তবে সিরিজের শেষটা ভালো হয়নি বাবর আজমদের।

রবিবার করাচিতে পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তান হেরেছে ৪৭ রানে। ফলে পাকিস্তান সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। সিরিজ জিতলেও মন খারাপ থাকারই কথা বাবরদের। কারণ দুইদিন রাজত্ব করেই যে সিংহাসন ছাড়তে হয়েছে তাদের। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে ছিল পাকিস্তান। প্রথম তিন ম্যাচ জয়ের পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের তিনে উঠে আসে পাকিস্তান। 

শুক্রবার রাতে কিউইদের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জিতে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। কিন্তু রবিবারের হারের ফলে পাকিস্তান এক নম্বর থেকে তিন নম্বরে নেমে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: