ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ইডেন গার্ডেনে আজ মুখোমুখি কলকাতা-পাঞ্জাব

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৩ ২১:১১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৮ মে ২০২৩ ২১:১১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ রয়েছে একটি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনসে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ঘরের মাঠ যে কলকাতার কাছে পয়া, এমনটা বলার সুযোগ নেই। চলতি আসরে এখানে কলকাতা হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংসের কাছে। পাঞ্জাবের বিপক্ষে আজকের ম্যাচটি কলকাতার জন্য প্রতিশোধেরও। এবারের আসরে কেকেআরের শুরুটাই হয়েছিল পাঞ্জাবের বিপক্ষে হার দিয়ে। ১ এপ্রিল মোহালিতে ৭ রানে কলকাতাকে হারিয়েছিল পাঞ্জাব কিংস। 

কেকেআরের কাছে এখন বাকি সবক’টি ম্যাচই ‘ফাইনাল’। আজ পাঞ্জাব কিংসের ম্যাচটিও এর ব্যতিক্রম নয়। চলতি আসরে এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলে মাত্র চারটিতে জিতেছে নাইট রাইডার্স। 



আপনার মূল্যবান মতামত দিন: