ঢাকা | সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

আজ বিশ্ব গাধা দিবস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৩ ০২:৫১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ মে ২০২৩ ০২:৫১

আজ বিশ্ব গাধা দিবসF আজ প্রাণীটিকে ভালোবাসার দিন, সম্মান জানানোর দিন। 

২০১৮ সালে প্রথম এই দিবস পালিত হয়। এরপর থেকে প্রতি বছরের ৮ মে সার্বজনীনভাবে পালন করা হচ্ছে বিশ্ব গাধা দিবস। এই দিবসের শুরু করেন বিজ্ঞানী ও মরুভূমির প্রাণী গবেষক আর্ক রাজিক।

আমাদের জীবনে গাধা প্রাচীনকাল থেকে যে প্রভাব রেখেছে ও রাখছে তা অকল্পনীয়। বোঝা টানা থেকে শুরু করে গাধার চামড়ায় থাকা আঠা দিয়ে ওষুধ তৈরি- নানাভাবে প্রাণীটি মানুষের কেবল উপকারই করে গিয়েছে। গাধার সংখ্যা সবচেয়ে বেশি এখন চীনে। তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান।

তাই হাসি-ঠাট্টা পাশে রেখে এই উপকারী প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্য নিয়েই যাত্রা শুরু হয় বিশ্ব গাধা দিবসের। শুরুটা খুব ছোট আকারে ফেসবুকে হলেও সেটার স্বীকৃতি এখন মিলেছে বিশ্বজুড়ে।

 



আপনার মূল্যবান মতামত দিন: