odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 3rd January 2026, ৩rd January ২০২৬

ভৈরবে ইউএনওর উপর হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ May ২০২৩ ২১:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ May ২০২৩ ২১:০০

ভৈরবে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করতে গিয়ে ইউএনওর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ওপর হামলার চেষ্টা করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া ঘটনাস্থলে গিয়ে তার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করেন। 

সোমবার দুপুর ১২টার দিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। মানবিক দৃষ্টিকোণ থেকে আজ সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্ম্মদ সাদিকুর রহমান সবুজ একটি টিম নিয়ে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করতে গেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা আজিজ মিয়া, সাজিদ, জয়নাল ও জসিম উদ্দিনের ছেলে অপু দেশীয় অস্ত্র রামদা, বল্লম দিয়ে মারতে আসেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া খবর পেয়ে ইউএনও নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করেন। 

 



আপনার মূল্যবান মতামত দিন: