
ইংল্যান্ড ক্রিকেটার স্যাম বিলিংস ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। এই ব্যাটারের ত্বকে ক্যানসার বাসা বেধেছিল। তবে এখন তিনি এই রোগের থেকে বাকি ক্রিকেটারদের সতর্ক করতে চান। যেখানে গত বছর তাকে দুবার অস্ত্রোপচার করাতে হয়েছিল। গতকাল মঙ্গলবার বিলিংস সে কথা জানালেন। খবর বিবিসির।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিলিংস বলেন, ‘আমার ত্বকের ০.৬ মিলিমিটার ভিতরে ক্যানসার ছিল। ০.৭ মিলিমিটারে পৌঁছে গেলে কঠিন হয়ে যেত। খুব কাছেই পৌঁছে গিয়েছিল। আমি যদি সেবার চিকিৎসক না দেখিয়ে বৈঠকে চলে যেতাম, তা হলে আরও ছমাস পর ধরা পড়ত। সেটা হলে বড় ক্ষতি হয়ে যেত।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩১ বছর বয়সী বিলিংস তিনটি টেস্ট, ২৮টি এক দিনের ম্যাচ ও ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: