ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইতালিতে গ্যাস সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৩ ০২:৪৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৩ ০২:৪৯

ইতালির মিলানে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় সড়কে থাকা কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রস্থলের দক্ষিণ-পূর্বে এবং শহরের একটি রেল স্টেশনের কাছে এ বিস্ফোরণ ঘটে।

বেশ কয়েকটি যানবাহন আগুনে পুড়ে গেছে। ধ্বংসাবশেষের উপরে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্লাব ফুটবলের দুই প্রতিদ্বন্ধী ইন্টার মিলান ও এসি মিলানের কার্যালয় অবস্থিত মিলান শহরে। বৃহস্পতিবার স্থানীয় সময় ক্লাব দুইটি মুখোমুখি হয়। খেলা শেষ হওয়ার পর বিস্ফোরণের ঘটনাটি ঘটে।


আপনার মূল্যবান মতামত দিন: