ঢাকা | শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আজ থেকে সুপ্রিমকোর্টের অবকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৭ ১৭:২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৭ ১৭:২৩


পবিত্র ঈদুল ফিতরসহ সরকারি অন্যান্য ছুটি এবং সুপ্রিমকোর্টের অবকাশের কারণে আজ রোববার থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারকাজ বন্ধ থাকবে। এই ছুটির সময়ে দায়ের হওয়া জরুরী রিট মোশনসহ জনগুরুত্বপূর্ণ জরুরী বিষয়াদির শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে ২১টি অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একইভাবে আপিল বিভাগে মামলাসংক্রান্ত জরুরী বিষয়াদি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের চেম্বার জজ হিসেবে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে মনোনীত করেছেন। এরমধ্যে সৈয়দ মাহমুদ হোসেন ২৯ আগষ্ট থেকে ৬ সেপ্টেম্বর এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর ও ২৬ সেপ্টেম্বর দায়িত্ব পালন করবেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নির্দেশে এ ব্যাপারে একটি সাধারণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছুটি শেষে আগামী ৩ অক্টোবর থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

অবকাশকালীন সময়ে আজ রোববার হাইকোর্ট বিভাগে মোট ৭টি বেঞ্চ বসবে। এরমধ্যে ৫টি দ্বৈত এবং অপর দুটি একক বেঞ্চ।  রোববার হাইকোর্টের এনেক্স ভবনের ২৩ নম্বর কক্ষে বিচারপতি এএফএম আবুদর রহামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের দ্বৈত বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর দ্বৈত বেঞ্চ বসবেন এনেক্স ভবনের ১৬ নম্বর কক্ষে। এনেক্স ভবনের ১৪ নম্বর কক্ষে বসবেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি মাহমুদুল হক। এনেক্স ভবনের ২৮ নম্বর কক্ষে বসবেন বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি বদরুজ্জামানের বেঞ্চ। এনেক্স ১৭ নম্বর ভবনে বসবেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন। এছাড়া, মূল ভবনের ৬নম্বর কক্ষে বিচারপতি কাজী রেজা-উল হকের একক এবং এনেক্স ভবেনর ৮ নম্বর কক্ষে বিচারপতি মো: এমদাদুল হকের একক বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: