odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

শান্তর দুর্দান্ত শতকে বাংলাদেশের জয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ May ২০২৩ ১৮:৩২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ May ২০২৩ ১৮:৩২

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩২০ রানের লক্ষ্য টপকিয়ে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এটি তার প্রথম ওয়ানডে শতক। 

প্রথম সেঞ্চুরির পর ম্যাচ জয়ের পর ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত জানান, আমার সত্যিই খুবই ভালো লাগছে। এটা দারুণ ছিল। আমার মনে হয় হৃদয় বেশ ভালো ব্যাটিং করেছে। আমাকে সাহায্য করার মানসিকতা ছিল তার। এই আবহাওয়া খুবই ঠাণ্ডা, যা আমাদের জন্য খুবই কঠিন কন্ডিশন। আমরা শুধু আমাদের খেলায় মনোযোগ দিয়েছি।

তিনি বলেন, দর্শকদের ধন্যবাদ। আমার মনে হয়নি, আমরা দেশের বাইরে খেলতে এসেছি। আশা করি তারা আমাদের পরবর্তী খেলাতেও সমর্থন দিতে আসবে। শেষ ম্যাচেও আমরা ধারাবাহিকতা ধরে রাখার জন্যই খেলব।



আপনার মূল্যবান মতামত দিন: