ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সূর্যকুমারের অপরাজিত সেঞ্চুরিতে মুম্বাইয়ের জয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৩ ২১:২৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৩ ২১:২৬

গত মাসে গুজরাতে গিয়ে হার্দিক পাণ্ডিয়ার দলের কাছে মুখ থুবড়ে পড়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএল লিগ তালিকার তলানিতে পৌঁছে যাওয়ায় প্লে অফের পথ পুরোপুরি কঠিন হয়ে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের। কিন্তু সেই মুম্বই দলে সূর্যোদয় ঘটতেই শুরু হয় নতুন দিনের। শুক্রবারও সেই সূর্যের সৌজন্যেই হারের মধুর প্রতিশোধ নিলো মুম্বই।

অন্ধকারেই রয়ে গেল রশিদ খানের দাঁতে দাঁত চাপা লড়াইয়ের কিসসা। মুম্বই ইন্ডিয়ান্সের করা ৫ উইকেটে ২১৮ রানের জবাবে গুজরাত টাইটান্স করে ৮ উইকেটে ১৯১ রান। ফলে মুম্বই জিতে যায় ২৭ রানে।  

এদিনের জয়ের ফলে ফের তালিকার তিন নম্বরে উঠে এলো মুম্বই ইন্ডিয়ান্স। ফলে প্লে অফে পৌঁছনোর লড়াই আরো জমিয়ে দিলেন রোহিত শর্মারা



আপনার মূল্যবান মতামত দিন: