ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রান

ডেক্সবার্তা | প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৭ ১৭:১৭

ডেক্সবার্তা
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৭ ১৭:১৭

তামিম-সাকিবের অনবদ্য চেষ্টার পরেও খুব বেশি দীর্ঘ হলো না অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস। ম্যাচের প্রথম দিনেই গুটিয়ে গেল টাইগাররা।

 

ম্যাক্সওয়েল, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জস হ্যাজেলউডের বোলিং এর সামনে মাত্র ২৬০ রানেই থেমে গেল বাংলাদেশের প্রথম ইনিংস।

অ্যাশটন অ্যাগারের বলে জস হ্যাজেলউডের কাছে ক্যাচ দিয়ে বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন শফিউল ইসলাম।তিনি করেছিলেন ১৩ রান। মোস্তাফিজুর রহমান কোনো রান না করে অপরপ্রান্তে অপরাজিত থাকেন।

এর আগে বৃষ্টির কারণে তৃতীয় বা শেষ সেশনের খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। এর মাঠে নামার কিছু সময় পরেই বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। দলের ২৪০ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। তখন তার রান ১৮।

আর প্রান্তে ২২ রানে অপরাজিত নাসিরের সঙ্গে যোগ দেন তাইজুল ইসলাম। তবে বাংলাদেশ দলের সংগ্রহ যখন ৭ উইকেট হারিয়ে ২৪৬ রান। তখনই নিজের ২৩ রানের মাথায় সাজঘরে ফেরেন নাসির। এর পরে ক্রিজে নামেন শফিউল ইসলাম, তাইজুলের রান তখন ৪। কিন্তু  এর পরে তাইজুলের ব্যাট থেকে কোনো রান আসার আগেই ফিরতে হয় তাকে।



আপনার মূল্যবান মতামত দিন: