odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬

ইউক্রেনকে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান দিবে ফ্রান্স

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ May ২০২৩ ০১:৪৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ May ২০২৩ ০১:৪৯

রাশিয়ার সঙ্গে লড়তে ইউক্রেনকে আরও কিছু ট্যাঙ্ক ও সাঁজোয়া যান দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স।

প্যারিসে এলিসি প্রাসাদে রোববার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর সোমবার ফ্রান্সের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি আসে।

এতে বলা হয়, বৈঠকে দুই প্রেসিডেন্ট সামরিক সহায়তা জোরদার করা নিয়ে আলোচনা করেন। পরে এক যৌথ বিবৃতিতে বলা হয়, 'আগামী সপ্তাহগুলোতে ফ্রান্স ইউক্রেনের কয়েক ব্যাটালিয়ন সৈন্যকে প্রশিক্ষণ ও অস্ত্র দেবে। এ ছাড়া কয়েক ডজন হালকা ট্যাঙ্ক ও সাঁজোয়া যানও দেবে, যার মধ্যে কিছু এএমএক্স-১০আরসি থাকবে।'

বিবৃতিতে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়, যাতে ইউক্রেনের বিরুদ্ধে 'অবৈধ যুদ্ধ' চালিয়ে যাওয়ার সক্ষমতা রাশিয়ার না থাকে।

 



আপনার মূল্যবান মতামত দিন: