
সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে শক্তিশালী দল লেবাননের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাকি দুই দল মালদ্বীপ ও ভুটান। ‘এ’ গ্রুপে ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান।
আজ ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয় সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের ড্র। অংশ নিতে যাওয়া আট দলের মধ্যে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দুই শীর্ষ দল লেবানন ও ভারতকে রাখা হয় দুই পটে। ‘এ’ পটে ভারত ও ‘বি’ পটে রাখা হয় লেবাননকে। র্যাংকিং অনুযায়ী বাকি তিন পটে রাখা হয় বাকি ছয়টি দলকে।
এবারের আসরে অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে লেবানন ও কুয়েত। লেবানন ৯৯তম এবং কুয়েত আছে ফিফা র্যাংকিংয়ের ১৪৩তম স্থানে।
ভারতের বেঙ্গালুরুতে আগামী ২১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ৪ জুলাই।
আপনার মূল্যবান মতামত দিন: