
বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি মেয়েদের হ্যান্ডবলের অনূর্ধ্ব-১৭ বিভাগে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
বুধবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪৬-৪৩ গোলে ভারতকে হারায়। জাতীয় ও বয়সভিত্তিক কোনো পর্যায়েই কখনই এর আগে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ।
ফাইনালটা হয়েছে ফাইনালের মতো। প্রথমার্ধে ২০-২০ গোলে সমতা। পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। দুদলের তীব্র লড়াইয়ে একবার ভারত এগিয়ে যায় তো আবার সমতায় ফেরে বাংলাদেশ। এক ঘণ্টার ম্যাচে প্রথমার্ধের ২০ মিনিটে ১৬-১০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।
সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক মারফি, রুনা লায়লারা। খেলার ৪৪ মিনিটে লাল কার্ড পেয়ে কোর্ট ছাড়েন ভারতের প্রাধান্য বালাসো মানে। ছয়জনের দলে পরিণত হয় ভারত। বাংলাদেশের খেলোয়াড় সাতজন। ম্যাচে ভারত এগিয়েছিল ৩৩-২৮ গোলে। শেষপর্যন্ত বাংলাদেশ ৪৬-৪৩ গোলে জেতে।
আপনার মূল্যবান মতামত দিন: