_copy_640x360-2023-05-18-13-58-00.jpg)
ইতালির জার্সিতে লিওনার্দো বনুচ্চির অভিষেক হয় ২০১০ সালে। গত ইউরোতে ইতালির শিরোপা জয়ে তার রয়েছে বড় ভূমিকা। ক্লাব পর্যায়ে জুভেন্টাসের হয়ে ২০১১-১২ মৌসুম থেকে আটটি সিরি ‘এ’ জেতা এই কিংবদন্তি অবসর নিচ্ছেন আগামী মৌসুম শেষে। বুধবার জুভেন্টাসের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানালেন বনুচ্চি নিজেই।
বনুচ্চি বলেন, ‘এই জার্সি আমার কাছে দ্বিতীয় ত্বকের মতো। এত দিন ধরে এই জার্সিটা পরতে পারা স্বপ্নের মতো। এবার আমি থামছি। আগামী মৌসুম শেষে যখন অবসর নেব, তখন রক্ষণের একটা যুগেরও অবসান হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: