odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

মাহমুদউল্লাহর দলে থাকার ইঙ্গিত পাপনের

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৯ May ২০২৩ ১৭:২১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৯ May ২০২৩ ১৭:২১

ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের থাকা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ব্যাটিংয়ের দিক থেকে বললে আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ দুজনই থাকতে পারে।

তিনি আরও বলেন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি চোট থেকে ফিরে আসার পর তেমন কোনো পারফরম করেনি। বোলিংয়ের কথা ভাবলে এগিয়ে থাকবে আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত। মাহমুদউল্লাহও হতে পারে। তবে ফিল্ডিংও যদি চান তাহলে আমার মনে হয় মোসাদ্দেক ও মাহমুদউল্লাহর চেয়ে ভালো হতে পারে আফিফ।

বিশ্বকাপ দলে ৭ নম্বর পজিশন নিয়ে বোর্ড সভাপতি আরও বলেন, কোনো কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর সুযোগ তৈরি হয়। ওখানে এখন স্কোয়াডে আছে ইয়ারিসর আলী রাব্বি। স্কোয়াডে নেই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক।



আপনার মূল্যবান মতামত দিন: