ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

আইপিএলে চার বছর পর কোহলির সেঞ্চুরি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৩ ২০:৩৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৩ ২০:৩৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের ষষ্ঠ সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। বৃহস্পতিবার রাতে ৬৩ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। কোহলির এই ইনিংসের কল্যাণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চার বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে আবার তিন অঙ্কের রান ছুঁলেন কোহলি। শেষ শতরানটি এসেছিল ২০১৯ সালে। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘শেষ কয়েকটা ম্যাচে রান পাইনি। নেটে যেভাবে খেলছিলাম, ম্যাচে সেটা হচ্ছিল না। তাই এই ম্যাচে কিছু করতে চেয়েছিলাম। প্রথম বল থেকে বোলারদের উপর চেপে বসতে চেয়েছিলাম। এই মৌসুমে যেটা বার বার করছিলাম। রানের লক্ষ্যটা বড় ছিল, কিন্তু আমি প্রথম থেকেই নিজের মতো খেলছিলাম।’



আপনার মূল্যবান মতামত দিন: