odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ইউরোপা লিগের ফাইনালে রোমা ও সেভিয়া

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৯ May ২০২৩ ২০:৫৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৯ May ২০২৩ ২০:৫৩

উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসকে হারিয়ে ফাইনালে উঠে গেছে সেভিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ এএস রোমা। বৃহস্পতিবার রাতে বায়ার লেভারকুজেনের সঙ্গে গোলশূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছায় রোমা।

জুভেন্টাস ও সেভিয়ার মধ্যকার সেমিফাইনালের প্রথম লেগটি ১-১ গোলে ড্র হয়েছিল। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় লেগে ঘরের মাঠে জুভেন্টাসকে হারিয়েছে ২-১ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে আরো একবার ইউরোপা লিগের ফাইনালে উঠল স্প্যানিশ ক্লাবটি। এদিন প্রথমার্ধে গোল না পাওয়া সেভিয়া দ্বিতীয়ার্ধে গোল হজম করে প্রথমে পিছিয়ে পড়েছিল। ম্যাচের ৬৫ মিনিটে জুভেন্টাসের দুসান ভ্লাহোভিক গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ৭১ মিনিটে সেভিয়ার স্যুসো গোল করে সমতা ফেরান। আর ৯৫ মিনিটে এরিক লামেলার গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় সেভিয়ার।



আপনার মূল্যবান মতামত দিন: