odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা নেই

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৯ May ২০২৩ ২০:৫৯

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৯ May ২০২৩ ২০:৫৯

আসন্ন এশিয়া কাপ নিয়ে চলমান সংকট এখনো কাটেনি। এই টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান, কিন্তু ভারত সে দেশে খেলতে যাবে না বলায় আসন্ন এশিয়া কাপ নিয়ে অচলাবস্থা কাটেনি এখনো। যদিও ‘হাইব্রিড মডেল’ হিসেবে শুধু ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাবনা আছে। তবে এখনো নিশ্চিত হয়নি কিছুই। 

দ্রুতই জটিলতা কেটে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, এশিয়া কাপ চলে যেতে পারে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের পথে বাধা হলো বৃষ্টি। পাপন বলেন, ‘আমার জানা মতে, অপশন আছে দুটো। একটি হলো হাইব্রিড মডেল। আরেকটি হলো একটি দেশেই। হাইব্রিড মডেলে হলে সেটি হবে পাকিস্তান ও আমিরাতে। আর একটি দেশেই হলে যেকোনো দেশেই হতে পারে। খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বাংলাদেশে ওই সময়ে বৃষ্টি থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: