ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নতুন চুক্তিতে মার্কুইনহোস ও পিএসজি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৩ ১৯:০১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৩ ১৯:০১

লিওনেল মেসি ও নেইমার জুনিয়র পিএসজি ছাড়ছেন- এটা অনেকটাই নিশ্চিত। যদিও তাদের নতুন গন্তব্য কোথায় হবে সেটি এখনই বলা যাচ্ছে না। তবে নেইমারের স্বদেশি মার্কুইনহোসকে কোনোভাবেই ছাড়তে চায় না পিএসজি। এই ডিফেন্ডারও চাচ্ছেন না পিএসজি ছাড়তে। মার্কুইনহোসের সঙ্গে নতুন চুক্তি করল পিএসজি।

২০২৮ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটিতেই থাকছেন মার্কুইনহোস। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পিএসজি জানায়, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মার্কুইনহোসের সঙ্গে মেয়াদ বাড়িয়ে নতুন চুক্তি করেছে প্যারিস সেইন্ট জার্মেই। ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এই ডিফেন্ডার এবং রুজ ও ব্লু একত্রে তাদের দুঃসাহসিক অভিযান চালিয়ে যাবে। 

চুক্তি নবায়ন করে উচ্ছ্বসিত মার্কুইনহোসও। তিনি বলেন, ‘চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পেরে আমি আনন্দিত, খুব গর্বিতও। এটা আমার জন্য খুব বিশেষ মুহূর্ত। প্যারিস সেন্ট জার্মেই সবসময় আমার উপর আস্থা রেখেছে এবং এই ক্লাবের প্রতিও আমার অনেক আস্থা আছে

আমি নিশ্চিত যে আমরা আগামী বছরগুলোতে একত্রে আরো দারুণ কিছু অর্জন করতে থাকব


আপনার মূল্যবান মতামত দিন: