ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ইডেন গার্ডেনে আজ মুখোমুখি কলকাতা লখনৌ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৩ ২১:৫২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৩ ২১:৫২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেনসে কেকেআরের আজকের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে কলকাতা।

নিজেদের সর্বশেষ ম্যাচে চেন্নাইয়ের মাটিতে মহেন্দ্র সিংহ ধোনির দলকে হারিয়েছে নাইটরা। আইপিএলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে জিততেই হবে নীতিশ রানাদের।লিগ পর্বের শেষ ম্যাচের আগে প্রথম একাদশ নিয়ে কিছুটা চিন্তায় কেকেআর শিবির। এই ম্যাচেও ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১৪। বেঙ্গালুরু ও মুম্বাইয়ের একটি করে ম্যাচ বাকি। কলকাতা শনিবার জিতলে তাদেরও পয়েন্ট হবে ১৪। বেঙ্গালুরু ও মুম্বাই পয়েন্ট নষ্ট করলে তখন একটা সুযোগ আসবে কেকেআরের সামনে। পয়েন্ট সমান হলে দেখা হয় নেট রানরেট।



আপনার মূল্যবান মতামত দিন: