
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। আইপিএলের চলতি ষোড়শ আসরও এর ব্যতিক্রম নয়। প্রায় প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে ছক্কার ফুলঝুরি এবং রানের বন্যা। আজ শনিবার চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে মৌসুমের হাজারতম ছক্কা দেখা গেছে।
সেই ছক্কাটি মেরেছেন চেন্নাইয়ের কিউই তারকা ডেভন কনওয়ে।
ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩ উইকেটে ২২৩ রানের পাহাড় গড়ে চেন্নাই। ওপেনিংয়ে নেমে কনওয়ে করেন ৫২ বলে ৮৭ রান। যাতে ছিল ১১টি চার এবং ৩টি ছক্কার মার।
দিল্লির স্পিনার ললিত যাদবের বলে সোজাসুজি শট খেলে মৌসুমের হাজারতম ছক্কাটি মারেন কনওয়ে। আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার এক মৌসুমে হাজারের বেশি ছক্কা মারার ঘটনা ঘটল। গত মৌসুমে ছক্কা হয়েছিল ১০৬২টি। তবে হাজারতম ছক্কাটি এসেছিল লিগের শেষ ম্যাচে।
আপনার মূল্যবান মতামত দিন: