
রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন রাজশাহীর আব্দুল মান্নান। ২১ আগস্ট থেকে তিনি হজ ক্যাম্পে অপেক্ষার প্রহর গুণছেন। হজের ভিসা পেলেও রাজশাহীর আতাউর রহমান নামের এক দালালের মাধ্যমে টাকা জমা দেওয়া আব্দুল মান্নান পাননি সৌদি আরবের উড়োজাহাজের টিকিট।
সংশ্লিষ্ট এজেন্সিগুলোও ফোন ধরছেন না হজযাত্রীদের। এখনও পর্যন্ত হজ ক্যাম্পে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে একশটি। ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলছেন, হজ ক্যাম্পে থাকা সবাইকে তারা সৌদি আরব পাঠানোর চেষ্টা করছেন।
এদিকে, সোমবার দুপুরে হজ ক্যাম্প থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ। এরা হলো— আতাউর রহমান, সুমনা ও ফরিদুর রহমান।
হজে যাওয়া নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা প্রসঙ্গে জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেন, ‘এখন পর্যন্ত যারা হজ ক্যাম্পে আছেন, আমরা চেষ্টা করছি তাদের সৌদি আরবে পাঠাতে। তবে যদি আজকের মধ্যে তাদের সৌদি আরব পাঠানো না যায়, আগামী হজে তারা অগ্রাধিকার পাবেন।’
আপনার মূল্যবান মতামত দিন: