ঢাকা | শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

হারের কারণে অজুহাত দিচ্ছেন ব্রড: স্টার্ক

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৩ ০০:২৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৩ ০০:২৩

সর্বশেষ অ্যাশেজে ভরাডুবির পর ‘সত্যিকারের অ্যাশেজ’ হিসেবে গণ্য করতে নারাজ ইংলিশ পেসার ব্রড। ডেইলি মেইলে গত মাসে তিনি বলেছিলেন, কোভিডের কারণে কোয়ারেন্টিন ও নানা বাধ্যবাধকতায় ওই সিরিজে লড়াইয়ের উপযুক্ত পরিবেশই ছিল না। তাই সিরিজটিকে বাতিলের খাতায় রেখেছেন তিনি।

ব্রডের মন্তব্য হাস্যকর মনে হয়েছে স্টার্কের কাছে। তার মতে, কোভিডের সময় হলেও স্বাভাবিক পরিবেশই পেয়েছিল ইংল্যান্ড। স্টার্ক বলেন, সবচেয়ে হাস্যকর হচ্ছে— গোল্ড কোস্টে তারা এটাকে জৈব সুরক্ষাবলয় বলছে। কোয়ারেন্টিনের অভিজ্ঞতা আমার সাতবার হয়েছে। এটাই ছিল সবচেয়ে সহজ। 

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডে স্টার্ক বলেন, বড় হারের কারণে অজুহাত দিচ্ছেন ব্রড। 



আপনার মূল্যবান মতামত দিন: