odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

আইপিএলে শুভমান গিলের দাপট

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৭ May ২০২৩ ২১:৫৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৭ May ২০২৩ ২১:৫৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুভমন গিলের দাপট চলছেই। ব্যাট হাতে গুজরাট টাইটান্সের ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি শুক্রবার দারুণ শতকে গুজরাটকে পৌঁছে দিয়েছে আসরের ফাইনালে।

চলতি আসরে এখন পর্যন্ত ১৬টি ম্যাচে ৮৫১ রান করে ‘কমলা টুপি’র মালিক এখন তিনিই। গিল হলেন তৃতীয় ক্রিকেটার, যিনি একই আইপিএলে তিনটি বা তার বেশি সেঞ্চুরি হাঁকিয়েছেন। কোহলি এবং জস বাটলারের এই কৃতিত্ব রয়েছে। রবিবার আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। 

চলতি আসরে এখন পর্যন্ত ১৬টি ম্যাচে ৮৫১ রান করে ‘কমলা টুপি’র মালিক এখন তিনিই। 

আগামী ২৮ মে রবিবার আহমেদাবাদের নরেন্দ্রমোদী স্টেডিয়ামে চেন্নাই বনাম গুজরাটের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: