ঢাকা | শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সীমান্ত নিরাপত্তা জোরদারের নির্দেশ পুতিনের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ মে ২০২৩ ২৩:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৩ ২৩:৩৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার সীমান্ত নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। মস্কোর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় অঞ্চলে ‘দ্রুত’ রুশ সামরিক ও বেসামরিক চলাচল নিশ্চিত করতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও বর্ডার গার্ড দিবসে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) শাখা—সীমান্ত পরিষেবাকে অভিনন্দন বার্তায় পুতিন বলেন, তাদের কাজ ছিল যুদ্ধ অঞ্চলের আশপাশের লাইনগুলোকে ‘নির্ভরযোগ্যভাবে কভার’ করা।।

ক্রেমলিনের টেলিগ্রাম মেসেজিং চ্যানেলে পোস্ট করা এক বার্তায় পুতিন বলেন, ‘(রাশিয়ান) ফেডারেশনের পাঠানো খাদ্য, মানবিক সহায়তা, নির্মাণসামগ্রীসহ সামরিক ও বেসামরিক যানবাহন এবং পণ্যসম্ভারের দ্রুত চলাচল নিশ্চিত করা প্রয়োজন।’



আপনার মূল্যবান মতামত দিন: