
গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন কুমার দাস । আগামী মাসেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অধিনায়ক হিসেবে তার অভিষেক হবে।
তবে গত বছরের ফর্মের তুলনায় চলতি বছর নিজেকে একটু হলেও হারিয়ে ফেলেছেন লিটন। ধারাবাহিকতা আগের মতো নেই। তবে এসব নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একদিন আপনি ভালো খেলবেন, অন্যদিন আপনার খারাপ দিন যেতে পারে। তাই আমি চিন্তিত নই। ভালো খেলার জন্য অনুশীলন চালিয়ে যাব।’ আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে।
আপনার মূল্যবান মতামত দিন: