ঢাকা | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকাসহ পাঁচ বিভাগে তাপপ্রবাহের সম্ভাবনা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২৩ ১৯:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৩ ১৯:৪৫

ঢাকা বিভাগসহ দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সোমবার (২৯ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাস বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় আগামী মঙ্গলবার (৩০ মে) সকাল পর্যন্ত সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 



আপনার মূল্যবান মতামত দিন: