
আইপিএলের পঞ্চম শিরোপা জয়ের দুয়ারে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় শিরোপার দ্বারপ্রান্তে গুজরাট টাইটান্স।
১৬তম আসরের ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৪ রানের পাহাড় গড়েছে গুজরাট।
দলের হয়ে ৪৭ বলে ৮ চার আর ৬টি ছক্কার সাহায্যে ৯৬ রান করে ফেরেন সাই সুদর্শন। ৩৯ বলে ৫টি চার আর এক ছক্কায় ৫৪ রান করেন ওপেনার ঋদ্ধিমান সাহা। ২০ বলে সাত চারে ৩৯ রান করে ফেরেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান গিল। ১২ বলে দুই ছক্কায় ২১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
শিরোপা জিততে হলে ধনীদের প্রয়োজন ২১৫ রান।
আপনার মূল্যবান মতামত দিন: